জন্ম নিলো ফেসবুকের কম্পিটিটর ‘হার্টসবুক’
কলকাতা টাইমসঃ
জন্ম নিলো ফেসবুকের কম্পিটিটর ‘হার্টসবুক’। সংক্ষেপে এইচবি। অবিকল ফেসবুকের মতোই কাজ করবে এই অ্যাপ্লিকেশন। এখানেও থাকছে লাইক, কমেন্ট ও শেয়ারিং অপশান। থাকছে মেসেঞ্জার, ছবি, অডিও এবং ভিডিও পোস্ট করার সুযোগ। রবিবার বাংলাদেশের ঢাকায় আত্মপ্রকাশ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
হার্টসবুকের ডিরেক্টর মাহাবুবা মোহাম্মদ বাবন সরকার এবং একঝাঁক বিদেশী প্রতিনিধিদের উপস্থিতিতে অ্যাপটি উদ্বোধন করা হয়। ফেসবুক ইউজারের বন্ধু সংখ্যা ৫ হাজার পর্যন্ত সীমাবদ্ধ। অথচ হার্টসবুকে একজন ১০ হাজার বন্ধু বানাতে পারবেন। লাইভ ভিডিও অপশনও থাকছে হার্টসবুকে। এখন শুধু গুগল প্লে স্টোরে গিয়ে heartsbook.com সার্চ করে অ্যাপটি ডাউনলোড করার অপেক্ষা।