ইমরানের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আফ্রিদিকেই দেখতে চাইছেন সেদেশের সেনা !
কলকাতা টাইমসঃ
আফ্রিদিই কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন? তেমনটাই জল্পনা চলছে সেদেশের সোশ্যাল মিডিয়ায়। দিন কয়েক আগে মুজফফরাবাদে একটি সম্মেলনে উপস্থিত হতে দেখা যায় শহীদ আফ্রিদিকে। আর সেখানেই পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে গভীর আলিঙ্গন করতে দেখা যায় তাকে। এর পরই সেদেশের সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা। সাম্প্রতিক ভারতের নানান ঘটনা বিশেষত কাশ্মীর প্রসঙ্গে যথেষ্ট অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে দেখা গেছে আফ্রিদিকে।
অন্তত ইমরানের থেকে অনেক বেশি আক্রমনাত্বক থাকতে দেখা গেছে তাকে। গতবছর ইমরান খান নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তাকে যাবতীয় সমর্থনের অভিযোগ রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে। ইমরানের সেনার প্রতি আনুগত্য যথেষ্ট নয় বলেই মনে করছেন সেদেশের রাজনৈতিক মহল। বর্তমানে ভারতের বিরুদ্ধে নানান আক্রমনাত্বক মন্তব্য করে সেই আনুগত্যই দেখানোর চেষ্টা করছেন আফ্রিদি।