হায়দরাবাদ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন মহাম্মদ আজহারউদ্দিন
কলকাতা টাইমসঃ
এবার ক্রিকেট প্রশাসনে মহাম্মদ আজহারউদ্দিন। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি হিসেবে নির্বাচিত হলেন এই প্রাক্তন অধিনায়ক। ৯৯টি টেস্ট এবং ৩৩৪টি একদিনের ম্যাচ খেলা আজাহারউদ্দিন গত সপ্তাহেই তার মনোনয়ন পেশ করেছিলেন। নির্বাচনে প্রতিপক্ষ প্রকাশ চন্দ্র জৈনকে বিপুল (১৪৭-৭৩) ব্যবধানে পরাজিত করেন তিনি।
ভারতকে তুখোড় নেতৃত্ব দেওয়া সত্ত্বেও, আজাহারউদ্দিনের ক্রিকেট জীবনের শেষটা মধুর হয়নি। ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িয়ে কলঙ্কিত তার নাম। ২০০৯ সালে কংগ্রেসের টিকিটে উত্তরপ্রদেশের মোরাদাবাদ কেন্দ্রের সাংসদও নির্বাচিত হন তিনি। এবার দেখা যাবে, ক্রিকেট প্রশাসক হিসাবে।