November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মৃতকে স্বামী বলে সাত স্ত্রীর দাবিতে নাভিশ্বাস পুলিশের, লিস্টে এখনো বাকি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সংসারের টানাপোড়েনে আত্মহত্যা করেন তিনি। পুলিশ বা তার পরিবারের কাছে এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু মৃত্যুর পরেই সেই ব্যক্তিকে নিয়ে ৭ মহিলার মধ্যে যে টানাটানি শুরু হল তাতে বেশ গোলকধাঁধায় হরিদ্বার পুলিশের।

ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে। রবিদাস বস্তি এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক বছর ৪০ এর পবন কুমারের মৃত্যু হয় হাসপাতালে। আত্মহত্যা করতে বিষ খেয়েছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় পবনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তার স্ত্রীহাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় ওই ব্যক্তির। আর তারপরই শুরু হয় বিপত্তি। একের পর এক মহিলা এসে পবনকে নিজের স্বামী বলে দাবি করতে থাকেন। তাও আবার এক, দু’জন নন, সাতজন মহিলা নিজেকেই পবনের স্ত্রী বলে দাবি করেন।

এমন পরিস্থিতিতে চোখ কপালে উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের। বহু চেষ্টার পরে পবন কুমারের শেষকৃত্য সম্পন্ন হলেও এখনও এই ঘটনার কোনো মীমাংসা হয়নি। ঘটনায় যে স্ত্রী তাকে হাসপাতালে আনেন  তিনি জানান, পরিচিত লোকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তার স্বামী। পাওনাদাররা ধার শোধের জন্য চাপ দিতেই চিন্তায় পড়েছিলেন তিনি। কীভাবে টাকা শোধ করবেন তা নিয়ে চিন্তায় পড়েছিলেন। দেনা মেটাতে না পারার জন্যই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তার স্ত্রী।

বাকি মহিলাদের জেরা করে পবন কুমারের সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসে। তবে কোনও মহিলাই জানতেন না যে পবন কুমারের সঙ্গে অন্য মহিলাদের সম্পর্ক ছিল। একে অপরকে চেনেন না বলেও জানান তারা। এই ঘটনার দু’দিন পর আরও দু’জন নারী হাসপাতালে এসে পবন তাদের স্বামী বলে দাবি করেন।

পুলিশ জানিয়েছে, পবনের আরো স্ত্রীর খোঁজ মিলতে পারে। তাই এখনই কোন সিদ্ধান্তে আস্তে পারছেন না।

Related Posts

Leave a Reply