৫৫ কিলোমিটার দীর্ঘ, বিশ্বের সবথেকে বড় সেতু নির্মাণ করলো চীন
নিউজ ডেস্কঃ
বিশ্বের সবথেকে বড় সেতু নির্মাণ করে ফের আরও একবার শিরোনামে চীন। রীতিমত ৬০ টি আইফেল টাওয়ারের সমান স্টিল ব্যবহার করে বিশাল সেতু বানিয়ে চমকে দিয়েছে বেইজিং। হংকং, মাকাও, এবং চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রাখবে চীনের তৈরি এই ব্রিজ৷
পার্ল নদীর মোহনার ওপর থেকে ৫৫ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটি তৈরির কাজ ৯ বছর আগে শুরু হলেও অবশেষে চীনের সরকার নির্মাণ কাজ শেষ করে বিশ্বে এক নতুন ইতিহাস রচনা করল৷ ব্রিজটি তৈরি হওয়ার ফলে যাতায়াতের ক্ষেত্রে ৬০ শতাংশ সময় সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে৷ ফলে দেশের অর্থনীতি যে অনেকাংশে এগিয়ে যাবে এরকমই আশা রাখছে চীনের অর্থনীতিবিদেরা৷
জানা গেছে, এই সেতুটি তৈরির জন্য ৪ লক্ষ ২০ হাজার টন স্টিল ব্যবহার করা হয়েছে৷ যা নাকি আইফেল টাওয়ার নির্মাণে যে পরিমান স্টিল খরচ হয়েছিল তার ৬০ গুণ বেশী৷ হিসেব বলছে, এই প্রজেক্টের জন্য ১০০ বিলিয়ন চীনা মুদ্রা ব্যায় হয়েছে৷