নদীর জলকে কটূক্তি করে ৬ মাসের জেল গায়িকার !
নীল নদের জলকে নিয়ে কটূক্তি করায় এক গায়িকাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মিসরের জনপ্রিয় এই গায়িকার নাম শিরীন আবদেল ওয়াহাব।
জানা গেছে, এক ভক্তকে শিরীন বলেছিলেন, ‘নীল নদের জল পান করলে আপনি জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারেন।’ ঘটনাটি ঘটেছিল গত বছর। আর এই কারণে তার বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ আনা হয়।
নীল নদ মিসরের প্রাচীন ঐতিহ্য বহন করে। এ কারণে ওই কটূক্তিতে রোষানলে পড়তে হয় তাকে। ছয় মাসের কারাদণ্ড হয় তার। পাঁচ হাজার মিসরীয় পাউন্ডের বিনিময়ে তিনি জামিন পেতে পারেন বলে জানিয়েছেন আদালত। এ ক্ষেত্রে তাকে জামিনের আবেদন জানাতে হবে।
প্রসঙ্গত, মিসরের জনপ্রিয় শো ‘ভয়েস অব টিভি’র বিচারকের দায়িত্ব পালন করেন শিরীন। শুধু গান গাওয়া নয় অভিনয়েও তার সমান পারদর্শিতা রয়েছে বলে জানা গেছে।