কাশ্মীর কাড়তে গিয়ে নিজের গদিই হারাতে বসেছেন ইমরান, উৎখাতের ঘোষণা পাকিস্তানেই
কলকাতা টাইমস :
ভারতকে উৎখাত করার স্বপ্নে তিনি বিভোর। কিন্তু বাস্তবে তাকেই উৎখাত করতে চাইছে তার নিজের দেশের মানুষই। পাকিস্তানের প্রধান একটি ডানপন্থি ধর্মীয় সংগঠন এক ঘোষণায় জানিয়েছে, তারা প্রধানমন্ত্রী ইমরান খানের অযোগ্য সরকারকে উৎখাত করতে আগামী ২৭ অক্টোবর ‘আজাদি মার্চ’ শুরু করবে। দীর্ঘদিন ধরে চলা আর্থিক সংকটের জন্য তারা ইমরান খানকেই দায়ী করে আসছে।
দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন জামিয়েত উলেমা এ ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমান এই ঘোষণা করেন । এই সংগঠনের পেছনে সমর্থন রয়েছে দুই বিরোধী দল পিএমএল-এন ও পিপিপির। একটি সম্মেলন ডেকে এই দুই দল ইমরান খানের সরকারের বিরুদ্ধে পথে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। তারা একা নয় বরং সব বিরোধী দলকে নিয়ে সম্মিলিতভাবেই মাঠে নামা হবে বলে জানানো হয়েছে।
এই সরকারের বিরুদ্ধে পথে নামতে হবে বলে জানিয়েছেন তিনি। ইসলামাবাদের ডেমোক্রেসি চক থেকে তাদের বিক্ষোভ আন্দোলন শুরু হবে। ২৫শে জুলাই পাকিস্তানে যে নির্বাচন হয়েছিল, তা তারা মানেন না বলেও দাবি করেছেন ফজলুর।
তিনি বলেন, আমরা ডি-চকে (ডেমোক্রেসি চক) একত্রিত হবো। তিনি বলেন, সরকারের ব্যর্থতায় দেশের অর্থনীতি সংকটে রয়েছে। বর্তমান সরকার নির্বাচবে কারচুপি করে ক্ষমতায় এসেছে।