রাধিকার গুনের ভান্ডার জানলে চোখ ছানাবড়া হয় যাবে
কলকাতা টাইমস :
অভিনেত্রী রাধিকা আপ্তে ভিন্ন ধারার অভিনয়ের জন্য সুপরিচিত এবং তুমুল জনপ্রিয়। ‘পার্চড’, ‘কাবিল’, ‘ফোবিয়া’, কিংবা শর্টফিল্ম ‘অহল্যা’য় দুর্দান্ত অভিনয় তাকে সিনেমাপ্রেমীদের মনে স্থায়ী জায়গা করে দিয়েছে। হাতে উঠেছে পুরস্কার। শুধু কি পর্দায় অভিনয়; রাধিকার গুণের কথা বলে শেষ করা যাবে না।
পড়াশোনা দিয়েই শুরু করা যাক। একটা নয় এক সঙ্গে দুটি বিষয়ে স্নাতক ডিগ্রি আছে তার। ইকোনমিক্স ও ম্যাথামেটিক্স। সাতটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন রাধিকা। এর মধ্যে রয়েছে মারাঠি, হিন্দি, ইংরেজি, তামিল, বাংলা, তেলুগু এবং মালায়লম। শুধু লেখাপড়া বা ভাষা শিক্ষা নয়, কত্থক নৃত্যেও কৃতিত্ব দেখিয়েছেন রাধিকা।
১৯৮৫ সালের ৭ সেপ্টেম্বর রাধিকার জন্ম। সবে মাত্র ৩৩ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। বিয়ে করেছেন ২০১২ সালে। স্বামী বেনডিক্ট টেলর একজন ব্রিটিশ নাগরিক। রূপালি পর্দার আগে রাধিকা নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন। থিয়েটার থেকে এসেছেন সিনেমায়। বড় দৈর্ঘ্যের ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তিনি এখন স্বল্প দৈর্ঘ্যর ছবি করতেই বেশি ভালোবাসেন। একটা সময়ে অভিনেতা তুষার কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু সেটা অঙ্কুরেই শেষ হয়।