ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তুমুল ঝগড়া সিমন্স এবং ব্র্যাথওয়েটের
কলকাতা টাইমসঃ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের মধ্যে তুমুল ঝগড়ায় জড়ালেন লেন্ডল সিমন্স এবং কার্লোস ব্র্যাথওয়েট। তাঁদের ঝগড়া ইতিমধ্যেই আলোড়ন তুলেছে ক্রিকেট মহলে। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল। তখন দীনেশ রামদিনের সঙ্গে ব্যাট করছিলেন সিমন্স। অষ্টম ওভারে ফাবিয়ান অ্যালেনের ডেলিভারি স্কোয়ারে ঠেলে একটি রান নেওয়ার পর নিজেদের মধ্যে কথা বলার জন্য ক্রিজ ছেড়ে বাইরে আসেন দুজনে।
হঠাৎই স্টাম্পের বেল ফেলে দেন ব্র্যাথওয়েট। সঙ্গে রানআউটের আবেদন করেন তিনি। আম্পায়ার অবশ্য তার আবেদনে সাড়া দেননি। তখনই ব্র্যাথওয়েটের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় চলে সিমন্সের। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন দুই আম্পায়ার।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করে সেন্ট কিটস। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন সুনিল নারাইন। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনবাগো। ৪৭ বলে ৫১ রানে ম্যাচ উইনিং ইনিংস খেলেন সিমন্স।