একটা মাত্র ল্যাপটপের দাম ৯ কোটি টাকা!
কলকাতা টাইমসঃ
একটা মাত্র ল্যাপটপের দাম ৯ কোটি টাকা! কিন্তু কেন এত দাম? তার পিছনে রয়েছে এক চমকপ্রদ কাহিনি। সম্প্রতি নিউ ইয়র্কের এক নিলামে বিক্রি হয়েছে এই ল্যাপটপটির। ভয়ঙ্কর সব ম্যালওয়্যার ভর্তি এই ল্যাপটপের কারণে ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রায় ৭ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। সাইবার সিকিউরিটি সংস্থা ডিপ ইনস্টিংক্ট’র সঙ্গে যৌথ ভাবে ভয়ঙ্কর এই ল্যাপটপটি তৈরি করেছেন গুয়ো ডাং। ল্যাপটপটির নাম রাখা হয়েছে ‘পারসিসটেন্স অব কেওস’।
এই ল্যাপটপ বিশ্বের ৭৪টি দেশের কম্পিউটার সিস্টেমকে একসময় বিকল করে দিয়েছিল। ল্যাপটপের মধ্যে রয়েছে ক্রাই র্যানসমওয়্যার’র মতো ভয়ঙ্কর ম্যালওয়্যার। ২০১৭ সালে বিশ্বের ১৫০টি দেশে কম্পিউটার সিস্টেমে হামলা চালিয়েছিল এই ভাইরাস। যার জেরে ৪০০ কোটি ডলার ক্ষতি হয়।এছাড়াও রয়েছে ব্ল্যাকএনার্জি, লাভ বাগ, মাইডুম এবং ডার্ক টাকিলা’র মতো ভয়ানক সব ম্যালওয়্যার। ল্যাপটপটি আর্টপিস হিসেবেই তৈরি করেছিলেন গুয়ো ডাং।