ঘরে রাখা যায়না জানালা থেকে দেখা যায় না তো ? তাহলেই …
কলকাতা টাইমস :
ঘরে আয়না রাখার ক্ষেত্রে রয়েছে শুভ-অশুভ ব্যাপার। বাস্তুমতে, ঘরে আয়না রাখার কিছু সঠিক-বেঠিক দিকও রয়েছে। ভুল জায়গায় আয়না রাখলে হতে পারে অমঙ্গল। এমনটাই বলে বাস্তুশাস্ত্র।
জানালা থেকে দেখা যায় এমন জায়গায় আয়না রাখবেন না। বাড়ির দক্ষিণ দেওয়ালে আয়না রাখবেন না। বাস্তুমতে এর কারণে বাচ্চারা জেদি ও একগুঁয়ে হয়ে উঠতে পারে। ঘরের দরজার পিছনে আয়না রাখা উচিত নয়। দরজার ইশান কোণে, অর্থাৎ উত্তর-পূর্ব কোণে আয়না রাখবেন না।
অফিস বা ঘরে আয়না রাখুন উত্তর বা পূর্ব দিকে। আর্থিক লাভের যোগ বাড়বে। ঘরের ছোটো জায়গায় আয়না রাখুন। তাতে ছোটো সংকুচিত জায়গাও বড় দেখাবে। দেওয়ালে আয়না লাগান মাঝামাঝি জায়গায়। বেডরুমে অনেকেই ড্রেসিং টেবিল রাখেন।
তবে ড্রেসিং টেবিল কখনই বিছানার পাশাপাশি রাখা উচিত নয়। বিছানা থেকে একটু দূরে রাখুন আয়না। নয়তো বৈবাহিক জীবনে অশান্তি দেখা দিতে পারে।