শতাব্দীর ভয়ংকরতম ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে জাপানে
কলকাতা টাইমসঃ
আতঙ্কে থমকে গিয়েছে জাপানের রাজধানী টোকিও। শতাব্দীর ভয়ংকরতম ঘূর্ণিঝড় ‘হাগিবিস’ আছড়ে পড়তে চলেছে সেখানে। তান্ডবের ফলে তছনছ হয়ে যাওয়ার আশংকায় প্রহর গুনছে সেখানকার মানুষ। জাপানের আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে টোকিওতে। ১৩০ মাইল বেগে আছড়ে পড়বে এই ঝড়। নাসার মতে, এটাই শতাব্দীর ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় হতে চলেছে।
আজ থেকেই সমস্ত ফ্লাইট বাতিল করে দিয়েছে অল নিপ্পন এয়ারওয়েজ। এনএ এবং জাল বাতিল করেছে যথাক্রমে ৫৫৮টি ও ৫৪০টি ফ্লাইট। বন্ধ বাস-ট্রেন চলাচল। এ দিন সকালের পর থেকে বুলেট-সহ সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। টাইফুন ‘হাগিবিস’-এর মোকাবিলায় প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।