৪০০জন গবেষককে টপকে নোবেল ছিনিয়ে নিলেন এক বাঙালী তনয়
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে একই বিষয়ে কাজ করা ৪০০ জন গবেষককে টপকে নোবেল ছিনিয়ে নিলেন এক বাঙালী তনয়। নাম অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। একই সঙ্গে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন তার স্ত্রী এস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার অভিজিৎই দ্বিতীয় বাঙালি, যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তার গবেষণার বিষয় ছিলো দারিদ্র দূরীকরণ।