আসছে ১০৮ মেগাপিক্সেলের স্মার্টফোন! বিদায় ডিএসএলআর
কলকাতা টাইমসঃ
স্মার্ট ফোনের মেগাপিক্সেলটাই এখন প্রাধান্য পায় তরুণ তরুণীদের কাছে। একসময় নোকিয়া রীতিমতন এক্সজিবিশন করতো স্মার্টফোনে তোলা ছবি নিয়ে। মোবাইলেই যদি ভালো ছবি তোলা যায়, তাহলে ঢাউস ক্যামেরা নিয়ে ঘোড়ার প্রয়োজনটাই বা কি? এই বছর অর্থাৎ ২০১৯ সালেই বাজারে আসতে চলেছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন।
সামসাং শাওমির সঙ্গে যৌথ ভাবে আনতে চলেছে বিশ্বের সর্বোচ্চ মেগাপিক্সেলের এই ইমেজ সেন্সর। স্মার্টফোন ক্যামেরার সংজ্ঞা বদলে দেবে এই নয়া সেন্সর। পোশাকি নাম, ‘আইসোসেল ব্রাইট এইচএমএক্স’। কম আলোতেও দুর্দান্ত ছবি তুলবে এই ফোন। চীনা সংস্থা শাওমির সঙ্গে হাত মিলিয়ে স্যামসাং আনছে এক নতুন ফ্ল্যাগশিপ মডেল। একটি-দু’টি নয়, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত চার চারটি স্মার্টফোন নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে তারা।