আগামীদিনে বিশ্বসেরা ফুটবলারের তালিকায় থাকবে এই কিশোরের নাম
কলকাতা টাইমসঃ
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালডিনহোও মনে করেন, শিগগিরই বিশ্বসেরা খেলোয়াড়দের একজন হিসেবে গণ্য হবেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। বার্সেলোনার প্রাক্তন প্লে-মেকার রোনালডিনহো বলেন, ‘ভিনিসিয়াস ইতোমধ্যে বিশ্বসেরা ক্লাবে খেলছে। আমি মনে করি সেখানে সে বিশ্বসেরাদের একজন হয় ওঠবে।’
ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গো ছেড়ে রিয়াল মাদ্রিদে এসেছেন তিনি। অবশ্য কোচ জিনেদিন জিদানের স্কোয়াডে এখনও নিয়মিত জায়গা পাননি এই সেলেকাও ফরোয়ার্ড। তা সত্ত্বেও রোনালডিনহোর বিশ্বাস, ভবিষ্যতে ফুটবল বিশ্বের বড় নামগুলোর একটি হবেন ভিনিসিয়াস।