সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে চূড়ান্ত পদক্ষেপের পথে ভারত
কলকাতা টাইমসঃ
সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে আইন আনতে চলেছে ভারত সরকার। আগামী বছরের শুরুতেই এই আইন কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার, ভুয়ো সংবাদ, জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ড, মানহানিকর নানান পোস্ট করা হচ্ছে। এই প্রচেষ্টায় লাগাম পড়ানোই মোদী সরকারের প্রধান লক্ষ।
সূত্রের খবর, মাদ্রাজ, মুম্বাই ও মধ্যপ্রদেশের হাইকোর্টে বিচারাধীন এই সংক্রান্ত সমস্ত মামলা উচ্চ আদালতে স্থানান্তর করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এই মামলা শুনবে। সরকারি আইনজীবী তুষার মেহতা বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য এই ধরনের আইন প্রয়োজন।