November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এতেই পাত্র কুপোকাত, তাই বিয়ে বাতিল করল পাত্রী …

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 

বিভিন্ন কারণে বিয়ে বাতিল হয়। আর এক্ষেত্রে আর্থিক, দৈহিক, সামাজিকসহ বিভিন্ন কারণ থাকতে পারে। পাত্রের চালচুলো নেই, মাথায় চুলও নেই কিংবা পাত্রীর গায়ের রং কালো ইত্যাদি বিষয়গুলো সাধারণত বিয়ে বাতিলের ক্ষেত্রে বিবেচনা করা হয়। বজ্রপাতে ভয় পাওয়াকে কেন্দ্র করে বিয়ে বাতিলের ঘটনা শুনেছেন কখনো ? কিন্তু এমনটাই ঘটেছে ভারতেই । বিহার রাজ্যের সরন জেলায় এ ঘটনা ঘটে। 

পাত্রীর অভিযোগ, পাত্র নিজেই তাকে বলেছে যে, সে বজ্রপাতে ভয় পায়। শুধু তাই নয়, দু’দিন আগে বাড়ির কাছে একটি মাঠে বাজ পড়ার পর ছেলেটি উদ্ভট আচরণ শুরু করে ।

পাত্রীর দাবি, পাত্রের আচরণ স্বাভাবিক নয়, তাই সে বিয়ে করতে পারবেন না।

কিন্তু পাত্রীর এই কথায় বিপাকে পড়তে হয়েছে পাত্রপক্ষকে। কেননা, ইতোমধ্যেই সম্পন্ন হয়ে যায় বিয়ের আচার-রীতি। তাই বিবাদে জড়িয়ে পড়ে দু’পক্ষ। একপর্যায়ে তা হাতাহাতি, হামলা এবং পাল্টাহামলায় রূপ নেয়।

অবশেষে পাত্রপক্ষের লোকজনের ওপর হামলার অভিযোগে পাত্রীপক্ষের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Related Posts

Leave a Reply