বিক্রি হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী পত্রিকা ‘দা ডেইলি টেলিগ্রাফ’
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে ক্রমশ কমে আসছে প্রিন্ট মিডিয়ার বাজার। যার ফলস্বরূপ এবার বিক্রি হতে চলেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী পত্রিকা ‘দা ডেইলি টেলিগ্রাফ’। পত্রিকার বিক্রি এবং লাভ ব্যাপক হারে কমে যাওয়ার ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খবর। টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের মালিক স্যার ফ্রেডরিক ও স্যার ডেভিড ব্রাকলে টেলিগ্রাফ পত্রিকা ও বিশেষ সংস্করণ সানডে টেলিগ্রাফ বিক্রির জন্য সম্প্রতি একটি বিজ্ঞাপন দিয়েছেন।
গত ১৭ অক্টোবর টেলিগ্রাফ গ্রুপের বার্ষিক পরিসংখ্যানে দেখা যায়, গত আর্থিক বছরে তারা ৯ লাখ ইউরো ঘরে তোলে, যা আগের বছরের তুলনায় ৯৪ শতাংশ কম। পত্রিকাটি সার্কুলেশন ৩ লাখ সাড়ে ১০ হাজার থেকে গত রবিবার তা নেমে দাঁড়ায় ২ লাখ ৪৪ হাজারে।আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিক্রি করে দেওয়া হবে এই পত্রিকা। ২০০৪ সালে পত্রিকাটি কেনেন স্যার ফ্রেডরিক ও স্যার ডেভিড ব্রাকলে।