September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

প্রকাশ্যেই শারীরিক নির্যাতনের শিকার এই ১৩ জন নায়িকা 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

শুধু কি সাধারণ পথ চলতি মেয়েরাই হেনস্থা/শারীরিক শিকার হন। তা নয় কিন্তু বিকৃত লোলুপের হাত থেকে রক্ষা পান না বিখ্যাত তারকারাও। এমনি ১৩ নায়িকাদের অভিজ্ঞতাই তুলে ধরা হল। 

কারিনা কাপুর : ২০১৩ সালে কয়েকজন ফানের দ্বারাই হেনস্থা হন। কিন্তু কোনও প্রতিক্রিয়া দেখাননি।

সুস্মিতা সেন: একটি গয়নার বিপণী উদ্বোধন করতে গিয়ে ভিড়ের মধ্যে হেনস্থা হন।

গুল পনাগ: ২০১০ সালে দিল্লি ম্যারাথনে গিয়ে শ্লীলতাহানির শিকার হন।

আমিশা পটেল: গোরক্ষপুরে একটি গয়নার বিপণী উদ্বোধন করতে গিয়ে শ্লীলতাহানির শিকার হন। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে চড় মারেন তিনি।

সোনাম কাপুর: ‘রাঞ্ঝানা’ ছবির প্রচারে গিয়ে পিছন থেকে কয়েকজন সোনমকে জাপটে ধরার চেষ্টা করে। তখন তাঁর সহ-অভিনেতা ধনুশ এসে প্রতিবাদ করেন। 

কাঞ্চনা মৈত্র: জনপ্রিয় ‘ভজ গোবিন্দ’ সিরিয়ালের অভিনেত্রী কাঞ্চনা মৈত্র বেহালাতে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়েছেন।

মিনিশা লাম্বা: গোয়ার বিচে ফোটোশ্যুট করছিলেন। তখন কয়েকজন তাঁর উদ্দেশে কুমন্তব্য করে।

বিপাশা বসু: আমেদাবাদে এক ছবির প্রচার করতে গিয়ে শ্লীলতাহানির শিকার হন।

স্মৃতি ইরানি: ২০১৪ সালে হরিয়ানাতে একটি শারীরিক নির্যাতন বিরোধী মিছিল হয়েছিল। সেখানেই শ্লীলতাহানির শিকার হন তিনি।

এষা দেওল: পুণেতে শ্লীলতাহানির শিকার হন। এবং সঙ্গে সঙ্গে অভিযুক্তকে চড় মারেন।

Related Posts

Leave a Reply