দিল্লি, পাটনা, ক্যালকাটা শুধু ভারতের শহর নয়!
দিল্লি, পাটনা, কলকাতা নাকি শুধু ভারতের শহরই নয়! বিষয়টি ঠিক কী? দেখে নেওয়া যাক—
দিল্লি : না, শুধু ভারতের রাজধানী নয়। আমেরিকার লুইসিয়ানা শহরে দিল্লি নামে একটি ছোট্ট শহর রয়েছে। আগে যার নাম ছিল ডিয়ারফিল্ড। আবার কানাডার ওন্টারিওতেও রয়েছে ডেল্লি!
হায়দরাবাদ : অন্ধ্রপ্রদেশ বা তেলঙ্গানার রাজধানী নয়। পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঐতিহাসিক শহরের নামও হায়দরাবাদ।
ক্যালকাটা : ক্যালকাটা শুধু পশ্চিমবঙ্গের রাজধানীই নয়; এই নামে আমেরিকার ইন্ডিয়ানা স্টেটে কয়লা খনি সমৃদ্ধ এই শহর তৈরি হয় ১৮৭০ সালে।
কোচি : কেরালার বন্দর শহরই শুধু নয়। জাপানেও কিন্তু রয়েছে কোচি নামের এক বিখ্যাত পর্যটনকেন্দ্র। দেশ হোক কিংবা জাপান, দু’জায়গার সি-ফুডই কিন্তু বেশ সুস্বাদু।
পাটনা : ভারতের নীতীশ কুমার শাসিত রাজ্য নয়। স্কটল্যান্ডের ইস্ট আয়ারশায়ারের একটি ছোট্ট গ্রাম এটি। ১৮০২ সালে উইলিয়াম ফুল্লারটন তৈরি করেন। উইলিয়ামের বাবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মী ছিলেন।
লখনউ : উত্তরপ্রদেশের ঐতিহাসিক রাজধানী নয়। আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটের ডাফিন কাউন্টির ছোট্ট এই শহর। ভারতের শহরটির নাম থেকেই নাকি এই নাম রাখা। তবে কোনও স্থাপত্যকীর্তির চিহ্নমাত্র নেই এই লখনউতে।