ম্যাচ ফিক্সিং, পাকিস্তানের নিত্যদিনের ব্যাপার !
কলকাতা টাইমসঃ
ম্যাচ ফিক্সিং প্রসঙ্গে এবার মুখ খুললেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ সাফ জানিয়ে দিলেন, তার সময়ে শুধু বিপক্ষ নয়, সতীর্থদের বিরুদ্ধেও খেলতে হতো তাকে। শোয়েব জানান, আমার চারপাশ ঘিরে থাকত ম্যাচ ফিক্সাররা। আমাকে ২১ জনের বিরুদ্ধে খেলতে হত। ওদের ১১ জন আর আমাদের ১০ জনের বিরুদ্ধে। কে ফিক্সার? বোঝা যেত না।
প্রসঙ্গত, ২০১১ সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। ওপেনার সালমান বাটও স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে নির্বাসিত হন। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল শোয়েব আখতারকে। তিনি বলেছেন, প্রতিভার কী অপচয়। পাকিস্তানের দুই সেরা বোলার, তারা এভাবে নিজেদের নষ্ট করল। সামান্য অর্থের জন্য নিজেদের বিকিয়ে দিলো।