ইডেন টেস্টের জন্য মজুত থাকছে ৭২টি গোলাপি বল
কলকাতা টাইমসঃ
আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। শুধু যে দিন-রাতর টেস্ট ম্যাচ হিসেবেই এটি ইতিহাসে জায়গা করে নেবে, তা কিন্তু নয়। একই সঙ্গে এই প্রথম গোলাপি বলে ক্রিকেট খেলবে দুই প্রতিবেশী দেশ।
এই টেস্ট ম্যাচের জন্য গোলাপি বল সরবরাহ করবে এসজি নামক ক্রিকেট বল প্রস্তুতকারী সংস্থা। টেস্ট শুরু হওয়ার আগে ক্রিকেটাররা যাতে গোলাপি বলে প্র্যাকটিস করতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন সৌরভ গাঙ্গুলী। জানা গেছে, এসজি’র কাছে ৭২টি গোলাপি বলের অর্ডার দিয়েছে বিসিসিআই। নতুন বলের প্রথম ম্যাচে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন বোর্ড। সেই জন্য পাঁচ দিনে মোট ১৫টি সেশনের জন্য মোট ৭২টি বল মজুত থাকছে।