পালতে চাইছেন দিল্লির ৪০ শতাংশ বাসিন্দা !
কলকাতা টাইমসঃ
ভয়াবহ বায়ু দূষণের হাত থেকে বাঁচতে পালতে চাইছেন দিল্লির ৪০ শতাংশ বাসিন্দা। শুধু তাই নয়, পাকাপাকিভাবে শহর ছাড়তে চাইছেন তারা। ১৬ শতাংশ দিল্লিবাসী চাইছেন অন্তত এই ‘জরুরি অবস্থায়’ শহরের বাইরেকোথাও চলে যেতে। দীপাবলির সময় থেকেই দিল্লির অবস্থা ভয়াবহ। শনিবার এবং রবিবার সেখানকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯৯৯ ছাড়িয়েছে। যেকারণে দিল্লির ৪০ শতাংশ বাসিন্দা আর দিল্লিতে থাকতেই চাইছেন না।
৩১ শতাংশ দিল্লিবাসী ভাবছেন এয়ার পিউরিফায়ার, মাস্ক ব্যবহার করে কোনোমতে থেকে যাবেন। শনিবার দুপুরে দিল্লিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করে সুপ্রিম কোর্ট। দিল্লির ১৩ শতাংশ বাসিন্দা ইতিমধ্যেই নতুন করে নানান শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের সরণাপন্ন হয়েছেন। ২৯ শতাংশ ব্যক্তিদের একাধিকবার হাসপাতালে যেতে হয়েছে। ৪৪ শতাংশ মানুষ শারীরিক সমস্যায় ভুগছেন।