আগামী দিনে ঘোর সংকটের মুখে পড়তে চলেছে এই ৭ ধরণের পেশা
কলকাতা টাইমসঃ
আধুনিক প্রযুক্তি ক্রমশ মানুষের হাত থেকে কেড়ে নিচ্ছে চাকরির বাজার। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে আগামী দিনে ঘোর সংকটের মুখে পড়তে চলেছে এই ৭ ধরণের পেশা।
১. স্মার্টফোনের কারণে পেশা হারাতে চলেছেন টেলিফোন অপারেটরদের একটা বড় অংশ।
২. গাড়ি কারখানায় শ্রমিকের সংখ্যা ২৯ শতাংশ কমিয়ে দেবে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ গাড়ি বা স্মার্ট কার।
৩. ঘড়ি মেরামতকারীদের কাজ আগামি ১০ বছর পর ভয়ংকর রকম কমে যাবে। বিশ্বজুড়ে প্রবল ভাবে কমে গেছে ঘড়ি বিক্রি।
৪. কম্পিউটার ডেটা অপারেটদের চাকরি সঙ্কুচিত হবে ৩৩ শতাংশ। মুখে বলে তাকে টেক্সটে রূপান্তরিত করার ব্যবস্থা এখন হাতের মুঠোয়।
৫. গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও ৩৬ শতাংশের দখল নেবে প্রযুক্তি।
৬. প্রযুক্তির কল্যাণে আগামী দিনে সঙ্কুচিত হবে ৫৭ শতাংশ বিভিন্ন শারীরিক প্রদানকারী পেশা।
৭. ট্রেনের লাইনে কোনো সমস্যা হলে যারা ঠিক করেন তাদের বলা হয় লোকোমোটিভ ফাইরার। আগামী ১০ বছরে পর এই পেশা প্রায় হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।