সিরিয়ায় মার্কিন সেনা রাখতে হলে তার খরচ বহন করতে হবে সৌদি আরবকে
নিউজ ডেস্কঃ
সৌদি আরব যদি চায় সিরিয়ায় মার্কিন সেনারা আরও থাকুক, তাহলে তাদেরকে এর খরচ বহন করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আইএসকে পরাজিত করেছি এবং আমরা তাড়াতাড়িই সিরিয়া ত্যাগ করতে চাই।’ ট্রাম্প আরও বলেন, ‘সৌদি আরব আমাদের সিদ্ধান্তের ব্যাপারে বেশ আগ্রহশীল। এবং আমি বলেছি, আপনারা যদি আমাদেরকে সেখানে থাকতে বলেন, তাহলে আপনারা তার খরচ বহন করবেন।’
উল্লেখ্য, এর আগে সোমবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এই সময় যুক্তরাষ্ট্র-সৌদি কৌশলগত অংশীদারত্ব এবং ফিলিস্তিন-ইসরাইল শান্তি পরিকল্পনাসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ট্রাম্পের পক্ষ থেকে এর আগেও সিরিয়া থেকে মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল।