November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মৌলানার সমস্ত দাবি মেনে নেওয়ার আশ্বাস ইমরানের: শুধু পদত্যাগ করবেন না

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ত্তাল পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে হটাতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে সেদেশে। এই পরিস্থিতিতে প্রবল চাপের মুখে পদত্যাগ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের সমস্ত দাবি মেনে নেওয়া হবে বলে ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্রের খবর, সোমবার গভীর রাতে সরকারের মধ্যস্থতাকারী কমিটি মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে। সমঝোতায় পৌঁছানোই কমিটির একমাত্র লক্ষ্যে ছিলো।

সেই বৈঠকে ইমরানের পদত্যাগ ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা করতে নারাজ থাকেন মাওলানা ফজলুর রহমান। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে গঠিত মধ্যস্থতাকারী কমিটি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফের সাক্ষাৎ করে। সেই সময়ই পদত্যাগ ছাড়া বিরোধীদের বাকি সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী হাউসে অনুষ্ঠিত হওয়া সেই বৈঠকে হাজির ছিলেন সিনেট চেয়ারম্যান সাদিক সানজারি, স্পিকার আসাদ কায়সার, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক ও ধর্ম বিষয়ক মন্ত্রী নুরুল হক কাদেরি।

Related Posts

Leave a Reply