আজকেই গ্রেফতার করা হবে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুলা
নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভার আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। কারাদণ্ড বিলম্বিত করতে তিনি আবেদনটি করেছিলেন। দুর্নীতির দায়ে তার ১২ বছরের সাজা হয়েছে। এই রায়ের ফলে এখন লুলাকে গ্রেফতার করাই সেদেশের প্রশাসনের কাছে একমাত্র রাস্তা। সম্ভবত আজ রাতেই তাকে আটক করা হবে।
জানা গেছে, জেলে যাওয়া এড়াতে লুলার করা আবেদনের ওপর ১১ বিচারক ১০ ঘন্টার বেশি সময়ধরে শুনানি করেন। ছয়জন বিচারক লুলার আবেদনের বিপক্ষে আর পাঁচজন পক্ষে রায় দেন। লুলার আইনজীবীদের দাবী, রাজনৈতিক উদ্দেশে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এদিকে, লুলার সমর্থকদের দাবী, নির্বাচনে লুলাকে ঠেকাতেই সরকারের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, লুলা ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসকে কাজ পাইয়ে দিতে ১.২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়।