বাতিল হবে ২০০০ টাকার নোট! আতঙ্ক
কলকাতা টাইমসঃ
আজ ৮ নভেম্বর পূর্তি হলো নোট বাতিলের তিন বছর। এই মুহূর্তে ভালো রকম প্রশ্নের মুখে দেশের অর্থনীতি। নোট বাতিলের পর দেশের মানুষ দেখেছে তাদের কঠিন পরিস্থিতির বাস্তব চিত্র। একই সঙ্গে শুনেছে কেন্দ্রের নানান প্রতিশ্রুতি। নুতুন কিছু নোট এসেছে নব কলেবরে। পুরোনো নোট ফিরিয়ে নিয়েছে সরকার। গোটা বিষয় নিয়ে প্রথম থেকে সোচ্চার ছিলেন বিরোধীরা।
নোটবন্দির তৃতীয় বর্ষপূর্তিতে এক নতুন জল্পনা উসকে দিলেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গ। গত ৩১ অক্টোবর অবসর নিয়েছেন এই আমলা। তার কথায়, এবার ২০০০ টাকার নোট ‘তুলে নেওয়া’র পরিকল্পনা করছে কেন্দ্র। তার ব্লগে তিনি জানান, ২০০০ টাকার নোট আর বাজারে বিশেষ পাওয়া যাবে না। ধীরে ধীরে তুলে নেওয়ার পর এই নোট বাতিল করার প্রবল সম্ভাবনা রয়েছে। নিজের অবসরকে ‘হঠাৎ’ আখ্যা দিয়ে বিতর্ক আরও উস্কে দিয়েছেন তিনি।