November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

রাষ্ট্রপতি শাসনের পথেই মহারাষ্ট্র! পদত্যাগ মুক্ষমন্ত্রীর 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন দেবেন্দ্র ফড়নবিশ। আপাতত রাষ্ট্রপতি শাসনের দিকেই ক্রমশ এগিয়ে চলেছে মহারাষ্ট্র। সেখানে সরকার গড়ার চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে আজ তার হাতে পদত্যাগপত্র তুলে দেন মুখমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। কাল শনিবার বিধানসভার মেয়াদ শেষ হতেই সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার আশংকা। মহারাষ্ট্র বিধানসভা গঠন করতে বিজেপি ও শিবসেনা দুজনেই অপরিহার্য হয়ে ওঠে। এরপরই তাদের বিরোধ চরমে ওঠে।

দেবেন্দ্র আজ জানান, উদ্ধব ঠাকরের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। বর্তমানে শিবসেনা সচেতনভাবে বিজেপির সঙ্গে কোনো কথা না বলে  কংগ্রেস ও এনসিপির সঙ্গে বলছে। গত ২৪ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার পর শিবসেনা অর্ধেক সময়ের জন্য মুখ্যমন্ত্রীর পদ এবং মন্ত্রিসভার ৫০ শতাংশ ক্ষমতা দাবি করে। শিবসেনার প্রস্তাব খারিজ করে দেন দেবেন্দ্র ফড়নবিশ। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ১০৫টি আসনে জিতেছে বিজেপি। শিবসেনা জিতেছে ৫৬টি আসন। সরকার গড়তে দরকার ১৬১টি আসন।

Related Posts

Leave a Reply