November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

গাছের মগডালে গাড়ি, ৬ দিন পর বেঁচে ফিরলেন চালক!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

লা চলে অলৌকিক ঘটনা। দুর্ঘটনায় কেউ হয়তো ভাগ্যক্রমে বেঁচে যেতে পারেন। তাই বলে গাছের মগডালে একটানা আহার ছাড়া কিভাবে ৬ দিন কাটালেন ওই গাড়ি চালক? ওই নারীর বয়স শুনলেও চমকে উঠবেন, প্রায় ৫৫ বছর। এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের এরিজোনা অঙ্গরাজ্যে।

গত ১২ অক্টোবর ‘লং ড্রাইভ’এ যাবেন বলে বাড়ি থেকে একাই গাড়ি নিয়ে বের হন ওই নারী। গাড়ির গতিবেগ তাঁর স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। গাড়িটি ধাক্কা খেয়ে প্রায় উড়ে গিয়ে একটি গাছের ডালে আটকে যায়।

৬ দিন জ্ঞান ফেরেনি নারীর। এরপর জ্ঞান ফিরলে সেখান থেকে বেরিয়ে এসে কিছুটা চলার চেষ্টা করেছিলেন। কিন্তু শারীরিক অক্ষমতার কারণে চলতে পারেননি তিনি। কিন্তু জনমানব শূন্য ওই এলাকা থেকে বেরিয়ে আসতেও পারেননি ওই নারী।

এরই মধ্যে ১৮ অক্টোবর পাশের গ্রামের এক বাসিন্দার গরু ওই এলাকায় চলে আসে। চাষি তাঁর গরু খোঁজ করতে গিয়ে গাড়িটিকে গাছের ডালে ঝুলে থাকতে দেখেন। তখনই তাঁর মনে সন্দেহ হয়।

বিপদ আঁচ করতে পেরেই জঙ্গলের চারদিক ঘুরে দেখেন তিনি। তখনই ওই নারীকে রুগ্ন আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি তাঁকে উদ্ধার করে রেললাইন ধরে নিয়ে আসার চেষ্টা করেছিলেন।

কিন্তু এতদিন টানা না খেয়ে থাকার দরুণ দুর্বল হয়ে পড়েন নারী। পরে ওই ব্যক্তি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। পুলিস গিয়ে ওই নারীকে হেলিকপ্টারে উদ্ধার করে। আপাতত সুস্থ রয়েছেন ওই তিনি।

Related Posts

Leave a Reply