মিলিটারি গাড়ির নম্বর এমন অদ্ভুত হয় কেন জানেন?
প্রতিটি গাড়িরই এতটি নির্দিষ্ট প্লেট নম্বর থাকে৷ সেই নম্বরই গাড়ির পরিচয়৷ কোনও গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে সেই নম্বর দিয়েই সার্চ অপারেশন চালায় পুলিশ৷ প্রতিটি নম্বরই হয় ইউনিক৷ প্রত্যেকটির সঙ্গেই বেশ কিছুটা তফাৎ থাকে নম্বরের৷ তবে, তফাৎ থাকলেও মিলিটারি গাড়ির ক্ষেত্রে গাড়ির নম্বর কিন্তু একেবারেই আলাদা এবং অদ্ভুত হয়৷
নির্ধারিত নিয়ম মেনেই প্রতিটি গাড়ির রেজিস্ট্রেশন করে নম্বর দেয় RT0 সংস্থা৷ প্রতিটি জেলাতেই আলাদা আলাদা তাদের আউটলেট রয়েছে৷ সাধারণ গাড়িগুলির পিছনে এবং গাড়ির সামনের দু’দিকে এই নম্বর প্লেট থাকে৷ কিন্তু মিলিটারি গাড়ির ক্ষেত্রে বিষয়টি কিন্তু একেবারেই আলাদা থাকে৷ মিলিটারি গাড়ি রেজিস্ট্রারের দায়িত্ব RT0 সংস্থার উপরে থাকেনা৷ প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিশেষ বিভাগ এই গাড়ির নম্বর রেজিস্ট্রারের দায়িত্বে থাকে৷
এবার নম্বরের বৈশিষ্ঠ্যে আসা যাক৷ দেশের প্রতিরক্ষা মন্ত্রকের গাড়িতে একটি অ্যারো চিহ্ন অবশ্যই থাকবে৷ সেটি উপরের দিকে পয়েন্ট করে থাকে৷ পাশাপাশি এই নম্বরের মধ্যেই থাকে এই গাড়িটি কোন বছর তৈরি হয়েছে৷ পাশাপাশি, এই নম্বরের শেষ সাতটি নম্বর হল গাড়ির আসল নম্বর৷ এছাড়া বাকি নম্বর গুলোর আসল কাজ কি? সেটি জেনে নিন-
1) Upward arrow indicates that it is a defense property.
2) Year of the vehicle model.
3) Class of the vehicle.
4) Vehicle number.
গাড়ির নম্বরটি যে প্লেটে লেখা থাকে, সেটি সবুজ কিংবা কালো রংয়ের হয়ে থাকে৷ প্রতিরক্ষা মন্ত্রকের অফিসারেররা সাধারণত এই ধরণের গাড়ি ব্যবহার করেন৷ এছাড়াও প্রতিরক্ষা বিভাগের সরকারি কাজেই এই ধরণের গাড়ি ব্যবহার করা হয়৷