বাংলাদেশের সঙ্গে প্রথম দিনই চালকের আসনে ভারত
কলকাতা টাইমসঃ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের চরম ব্যর্থতার দিন। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার মুখে পরে প্রতিবেশি এই দেশ। পর ক্যাচ মিসে দিন শেষ করলো টাইগাররা। বাংলাদেশের ১৫০ রানের জবাবে প্রথম দিন ১ উইকেটে ৮৬ রান তোলে ভারত। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে ১৫০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম।
ব্যাটিং করতে নেমে কোনোরকম তাড়াহুড়ো করেননি দুই ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল আর রোহিত শর্মা। ১৪ বলে ৬ রান করে আউট হন রোহিত শর্মা। এরপর ক্রিজে জমে যান চেতেশ্বর পূজারা এবং মায়াঙ্ক আগারওয়াল। মাঝে অবশ্য ২৪ ওভারে প্রথম মায়াঙ্কের ক্যাচ ফেলে দেন ইমরুল কায়েস। বর্তমানে মায়াঙ্ক ক্রিজে অপরাজিত রয়েছেন ৩৭ রানে। চেতেশ্বর পূজারা ৪৩ রানে। ব্যাটিং করতে নেমে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পরে যায় বাংলাদেশ।