সোজা ডাক্তারখানায় হাজির আহত হনুমান !
কলকাতা টাইমসঃ
শনিবার সকালে স্টেশন চত্বরে দুই হনুমানের প্রবল লড়াইয়ের সাক্ষী ছিলেন বহু অফিস যাত্রী। মল্লারপুর স্টেশন চত্বরে এই ঘটনা দেখতে ভিড় করেন উৎসুক জনতা। কিন্তু তারপর যা ঘটলো তা অবিশাস্য। মারামারিতে জখম হয় দু’টি হনুমানই। হঠাৎই একটি আহত হনুমান একটি টোটোয় চড়ে বসে। কিছুদূর গিয়ে নেমে পরে একটি ওষুধের দোকানের সামনে।
ওষুধ দোকানের মালিক আনাজুল আজিম জানান, “দোকানের সামনে বেঞ্চে বসে অপেক্ষা করছিল হনুমানটি। দোকানের ভিড় একটু কমতেই লাফ দিয়ে কাউন্টারে উঠে বসে কোমরের নীচে ও শরীরের অন্য অংশে ক্ষতস্থানগুলো দেখাতে থাকে। আমার হাত ধরে এমন ভাব করে যেন চিকিৎসা চাইছে।”
হনুমানের ক্ষতে মলম ও ব্যান্ডেজ করার পর ব্যথা কমার ওষুধও খাওয়ানো হয় তাকে। সঙ্গে কিছু কলা। এরপর স্টেশনগামী একটি টোটোয় আবারও চড়ে বসে সে। বিশেষজ্ঞদের মতে হনুমান, বানর বা কুকুরের অনুকরণ করার ক্ষমতা অনেক বেশি।