২০১৯ বিশ্বকাপ ভারত জিতলে, অক্সফোর্ড স্ট্রিটে জামা খুলে দৌড়োবেন বিরাট !
নিউজ ডেস্কঃ
ন্যাটওয়েস্ট ট্রফিতে জিতে লর্ডসের বারান্দায় সৌরভ গাঙ্গুলির টি-শার্ট ওড়ানোর দৃশ্য ভুলতে পারবেন না কেউই। আবার কি সেরকমই দৃশ্য দেখতে পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন, সৌরভের উত্তরসূরি, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
একটি সাক্ষাৎকারে বিরাট বলেছেন, ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপ যদি ভারত জেতে তাহলে জয়ের আনন্দে অক্সফোর্ড স্ট্রিটে নেমে জামা খুলে দৌড়াতে দেখা যাবে তাকে। বিরাট আরও বলেন, ‘যদি আমি এমনটা করি, তাহলে আমার ধারণা হার্দিক পাণ্ডিয়া এবং যশপ্রীত বুমরাকেও আমার সঙ্গে একই কাজ করতে দেখা যাবে। কারণ এদের দু’জনেরই সিক্স প্যাক অ্যাবস আছে।’
ন্যাটওয়েস্ট ট্রফির সেই ঐতিহাসিক রাত এখনও মনে রয়েছে বিরাটের। তখন তার বয়স ১৩ বছর। বিরাট জানান, ‘ম্যাচটা দারুণ শুরু হয়েছিল। পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে আমি ঘুমোতে চলে যাই। একটু পরে আমার ভাই ডেকে আমাকে বলে আমরা নাকি প্রায় জেতার মতো জায়গায় চলে গিয়েছি। শেষ পর্যন্ত আমরা জিতেই যাই।’ বিরাট আরও বলেন, ‘জয়ের মুহূর্তটা কোনওদিন ভুলব না। ’