দিন-রাতের টেস্টে গোলাপি বলে প্রথম সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যানের নাম রাহুল দ্রাবিড় !
কলকাতা টাইমসঃ
ঐতিহাসিক গোলাপি টেস্টে ১৩৬ রানের এক ঝকঝকে এক ইনিংস খেলেন বিরাট কোহলি। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা মুগ্দ্ধ হলেন ভারতীয় ক্রিকেটার হিসাবে বিরাট কোহলির প্রথম করা সেঞ্চুরি দেখে। কিন্তু জানেন কি? কোহলির আগেই এই কৃতিত্ব অর্জন করেছেন আরেক ভারতীয় ক্রিকেটার। হ্যা, গোলাপি বলেই এবং দিন-রাতের টেস্টে। অবাক হচ্ছেন? কিন্তু, এটাই সত্যি। সেই ভারতীয় ক্রিকেটারের নাম রাহুল দ্রাবিড়।
২০১১ সালের মার্চে গোলাপি বলের একটি পরীক্ষামূলক দিন-রাতের ম্যাচ আয়োজন করেছিল ঐতিহাসিক মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আবুধাবিতে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যামশায়ার। সেই ম্যাচ ১৭৪ রানে জিতে নিয়েছিল দ্রাবিড়ের এমসিসিই।
সেই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২ বলে ০ রান করে আউট হয়ে যান দ্রাবিড়। কিন্তু দ্বিতীয় ইনিংসেই ম্যাচ জেতানো ১০৬ রানের ইনিংসটি আজও রয়ে গিয়েছে বহু ক্রিকেটারের স্মৃতির মনিকোঠায়। নিজের সহজাত ব্যাটিংয়ে ২১ চারের সাহায্যে ১৮৩ বলে এই রান করেন তিনি। ম্যাচের একমাত্র সেঞ্চুরিটিই ছিল দ্রাবিড়ের।