ইডেনের দর্শকদের টিকিটের মূল্য ফেরত দেবে সিএবি
কলকাতা টাইমসঃ
ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট নিয়ে কলকাতার দর্শকদের আগ্রহ ছিল আকাশচুম্বী। ইডেন বল গড়ানোর কয়েকদিন আগেই বিক্রি হয়ে যায় এই ম্যাচের সমস্ত টিকিট। খেলার প্রত্যেকটা দিনই কানায় কানায় পূর্ণ ছিলো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত শহরের এই গ্যালারি। ভারতীয় বোলারদের দাপটে আড়াই দিনও পূর্ণ করেনি এই ম্যাচের বয়স। এক ইনিংস এবং ৪৬ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এবার এই টেস্টের শেষ দু’দিনের টিকিটের মূল্য ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা করলো সিএবি।
সিএবি এ বার মূলত অনলাইনে টিকিট বিক্রি করেছে। সেই দায়িত্বে থাকা ‘বুক-মাই-শো’ সংস্থা চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা টিকিট কেটেছিলেন, তাদের কাছে এই সংক্রান্ত মেসেজও পৌঁছে গেছে। পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিদিয়েছে তারা। যারা অনলাইনে টিকিট কাটেননি, তাদেরও টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএবি।