মেয়ে কোনটি ? উত্তরই বলে দেবে আপনি কেমন মানুষ
কলকাতা টাইমস :
প্রতিদিন আমরা নানা বিষয়ে নানা রকম মত দিয়ে থাকে। কি খাবো, কি কিনবো, কি পড়বো আর কি চিন্তা করবো, এরকম অসংখ্য বিষয়ে প্রতিদিন নিজের অজান্তেই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কিন্তু আমরা কি কখনও খেয়াল করি, এরকম ছোট-খাট বিষয়গুলোর ভেতর দিয়েই আমাদের চরিত্রের একটি বিশেষ ভাবমূর্তি দাঁড়িয়ে যাচ্ছে?
জুমবাংলা’র দৃশ্যগত বিভ্রান্তি পাতায় আজ একটি সরল পরীক্ষনের আয়োজন রাখা হলো, যেটাতে অংশগ্রহণ করে আপনি কেমন মানুষ তা সহজেই জেনে নিতে পারেন। নীচের ছবিগুলোর দিকে তাকান আর আপনার সেরা অনুমানটি প্রকাশ করুন:
বলুনতো নীচের কোন্ ছবির শিশুটি একটি মেয়েশিশু? কোন ছবিটি মেয়ে শিশুর? উত্তর থেকেই জানা যাবে আপনি কেমন মানুষ :-
১. আপনি যদি মনে করেন এ,
আপনি আসলে একজন যুক্তিবাদী মানুষ। আপনার মত মানুষ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত দু’বার ভাবে আর প্রয়োজনীয় নিয়মনীতিগুলো মেনে চলে। আপনার আশের লোকজন আপনাকে একজন আদর্শ নাগরিক হিসেবে বিবেচনা করে। আপনি সাধারণত আইন বহির্ভূত কোনো বিষয় পছন্দ করেনা।
২. আপনি যদি মনে করেন বি,
আপনি আসলে একজন শিল্পমনা মানুষ। নানা ধরণের সৃজনশীল ভাবনা দ্বারা আপনি সর্বদা আচ্ছন্ন থাকেন। আপনার মত মানুষ ছবি আঁকা বা পেইন্টিং-এর ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখিয়ে থাকে। আপনার আশেপাশের মানুষ আপনার দ্বারা দারুণ অনুপ্রাণিত হয়ে থাকে।
৩. আপনি যদি মনে করেন সি,
আপনি আসলে মুশকিল আসান টাইপের মানুষ। যেকোনো সমস্যা আপনার সামনে এলে, আপনি সহজে সমাধান করতে পারেন। কোনো বাধাই আপনাকে বিচলিত করেনা। যে পরিস্থিতিই আপনার সামনে আসুক, আপনি জানেন আপনার কি করতে হবে। পরিবর্তীত যেকোনো পরিস্থিতিতে কি করনীয় সেটাও আপনার ভালো জানা থাকে। অন্যদের ভাবভঙ্গিও আপনি সহজে বুঝতে পারেন। আপনার গুনাবলীগুলো সত্যিই খুব কাজের।
৪. আপনি যদি মনে করেন ডি,
আপনি আসলে দিল দরিয়া টাইপের মানুষ। সর্বদা অন্যদের ভালো গুনাবলীগুলোই আপনার চোখে পড়ে। আর ক্ষমাসুন্দর দৃষ্টিতে সবকিছু বিচার করেন। আপনি সব সময় মনে করেন, ভুল করার স্বাধীনতা থাকাটাও মানুষের অধিকার। আপনি যেহেতু অন্যদের সহযোগিতা করতে ভালোবাসেন, তই জনহিতকর কাজে যুক্ত থাকলে আপনি খুব ভালো করবেন।