November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

কাতারকে বিশ্বকাপের দায়িত্ব পাইয়ে দিতে ৪৮০ মিলিয়ন ডলার ঘুষ নেয় ফিফা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ফিফার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলো ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’। তাদের খবরে প্রকাশ, ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণার ঠিক ২১ দিন আগে ফিফাকে ৪০০ মিলিয়ন ডলার দেয়আয়োজক দেশ। আর বাকি ৪৮০ মিলিয়ন ডলার দেওয়া হয় এর ৩ বছর পর।

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মালিকানাধীন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র টেলিভশন স্বত্ব কিনে নেওয়ার যে চুক্তিতে উপনীত হয়েছে তাতে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলারকে বলা হচ্ছে ‘সাকসেস ফি’। অর্থাৎ ২০১০ সালে বিশ্বকাপ আয়োজনের ভোটাভুটিতে জয়ে পেতে যে প্রভাব বিস্তার করা হয়েছিল তার সাফল্য বাবদ এই অর্থ দেওয়া হয়।

শোনা যাচ্ছে, ‘সাকসেস ফি’ হিসেবে আগামী মাসেই কয়েক মিলিয়ন ডলার নেওয়ার কথা ফিফার গভর্নিং বডির। অন্যদিকে ৪৮০ মিলিয়ন ডলার কাতারের কাছ থেকে নেওয়ার অভিযোগ রয়েছেফিফার বিরুদ্ধে। সবমিলিয়ে টাকার অংক ৮৮০ মিলিয়ন ডলার। কাতার ও ফিফার মধ্যে গোপন লেনদেনের এই অভিযোগ সুইজারল্যান্ডের পুলিশ তদন্ত করে দেখছে।

Related Posts

Leave a Reply