ভার্চুয়াল রিয়্যালিটির জগতে গিয়ে অনেক বেশি দুধ দিচ্ছে গরু !
কলকাতা টাইমসঃ
ভার্চুয়াল রিয়্যালিটি রয়েছে এমন সানগ্লাস গরুর ওপর প্রয়োগ করে এক অভিনব পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন মস্কোর একদল পশু গবেষক। হাতে নাতে সাফল্যও মিলেছে এই গবেষণার। শুদু মাত্র এই সানগ্লাস ব্যবহার করে এখন আগের থেকে অনেক বেশি পরিমাণে দুধ দিচ্ছে গরু।
বিশেষজ্ঞরা বলছেন, এই বিশেষ ধরণের ভিআর সানগ্লাস পরানোর ফলে সারক্ষণ গরুদের চোখে ভেসে বেড়াচ্ছে সবুজ ঘাসে মোড়া চারণক্ষেত্র। ফলে তাদের মুড্ থাকছে ফুরফুরে। যখন তখন তারা দুগ্ধ দিতে সক্ষম হচ্ছে। গরুর কথা মাথায় রেখেই বিশেষ ভাবে তৈরী করা হয়েছে এই ডিভাইসটি। আর এই সানগ্লাস গরুকে রিয়্যালিস্টিক ভিউ দিতে সাহায্য করছে। গবেষকদের দাবি, গরু যদি খুশি থাকে, তাহলে তার দুধ দেওয়ার ক্ষমতা অনেকটাই বেড়ে যায়।