January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

  ‘ব’ কলমে কি অধিনায়কত্বের রাশ স্টিভ স্মিথের হাতে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

‘ব’ কলমে কি টিম পেনের জায়গায় অধিনায়কত্বের রাশ দিয়ে দেওয়া হয়েছে স্টিভ স্মিথকে? পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর তেমনটাই আশংকা প্রকাশ করলেন ইয়ান চ্যাপেল। সেই টেস্টে দেখা গেছে ফিল্ডিং সাজাচ্ছেন স্টিভ স্মিথ। এই ঘটনাটাই মেনে নিতে পারেননি প্রাক্তন অধিনায়ক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে, যখন দেখছি স্টিভ স্মিথ কয়েকজন ফিল্ডারকে অন্যত্র সরে দাঁড়ানোর নির্দেশ দিচ্ছে।”

ঠিক কী ঘটেছিল অ্যাডিলেড টেস্টে, চ্যাপেল জানাচ্ছেন, “টিম পেইন স্মিথকে অনসাইডে একজন ফিল্ডার সরানোর অনুমতি দেয়। কিন্তু স্মিথ যতটা চেয়েছিল, পেইন ততটা না সরানোয় স্মিথ এবার নিজের পছন্দের জায়গায় সেই ফিল্ডারকে যেতে নির্দেশ দেয়। আর এটা দেখতেই ঘৃণা বোধ করেছি। ইংল্যান্ড ক্রিকেটে এমন ঘটনা ঘটে না, যেখানে ক্যাপ্টেন ছাড়াও অন্যরা ফিল্ডিং সাজায়। কিন্তু আমার মনে হয় এই ধরণের কাজ করা অধিনায়কের প্রতি অসম্মানজনক, তাঁকে অপমান করা হয় এতে।”

Related Posts

Leave a Reply