January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

স্পেস স্টেশনে অকেজো শৌচাগার: ডায়াপার পরে চরম দুর্বিপাকে মহাকাশচারীরা !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হাকাশের স্পেস স্টেশনে অকেজো শৌচাগার। ডায়াপার পরেই দিন কাটছে মহাকাশচারীদের। বর্তমানে প্রবল দুর্বিপাকে তারা। বর্জ্য ত্যাগ করতে ডায়াপারই এখন এক এবং একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এই কথা জানায় নাসা। ইন্টারন‌্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার লুসা পরমিটানো জানিয়েছেন, আমেরিকার অংশে থাকা শৌচালয়টি প্রতিনিয়ত গোলযোগের সিগন‌্যাল দিচ্ছে। অন‌্যদিকে, রাশিয়ার অংশের শৌচাগার এতটাই অপরিচ্ছন্ন যে তা আর ব‌্যবহারের উপযোগী নয়।

মহাকাশচারীদের রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস সম্প্রতি জানায়, ইন্টারন‌্যাশনাল স্পেস স্টেশনের দু’টি শৌচাগারই আর কাজ করছে না। মহাকাশচারীদের এখন ডায়াপার পরেই তাদের কাজকর্ম চালিয়ে যেতে হবে। কিন্তু এভাবে কতদিন?স্পেস স্টেশনে সাধারণত শৌচাগারের দুটি আউটলেট থাকে। দুটি আউটলেটেই সাকশন ফ্যান বর্তমানে কোনো কাজ করছে না। এই মুহূর্তে মহাকাশে একটি মাত্র স্পেস স্টেশনই কাজকরে চলেছে। সেটি হলো আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা আর জাপানের সম্মিলিতভাবে পরিচালিত ‘ইন্টারন‌্যশনাল স্পেস স্টেশন’।

Related Posts

Leave a Reply