নগ্নতার অভিযোগে দুষ্ট কুয়ালালামপুরের জনপ্রিয় ‘দ্য ট্যাটু মালয়েশিয়া এক্সপো’
কলকাতা টাইমসঃ
নগ্নতার অভিযোগে দুষ্ট কুয়ালালামপুরের জনপ্রিয় ‘দ্য ট্যাটু মালয়েশিয়া এক্সপো’।শরীরে ট্যাটু আঁকার এক প্রদর্শনী ঘিরে সেখানে বিতর্কের ঝড় উঠেছে। সেদেশের পর্যটন মন্ত্রী মোহাম্মদিন কেতাপি জানাচ্ছেন, প্রদর্শনীর কোনো ধরনের নগ্নতার সুযোগ নেই। কারণ মালয়েশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। উল্লেখ্য, এই প্রদর্শনীতে বিশ্বের ৩৫টি দেশের নামজাদা ট্যাটু শিল্পিীরা অংশগ্রহণ করেছেন।
২০১৫ সাল থেকে এই প্রদর্শনী অনুষ্ঠিতহয়ে চলেছে। হঠাৎই সরকার জানাচ্ছে, এই ট্যাটু প্রদর্শনীতে নগ্নতার কোনো সুযোগ নেই। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিকে যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই প্রদর্শনীর ছবিতে দেখা যায়, ট্যাটুযুক্ত শরীরে অংশগ্রহণকারীরা অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়েরয়েছেন। মন্ত্রী জানান, শর্ত লঙ্ঘন হয়ে থাকলে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবো না।