বদলাচ্ছে নিয়ম: আজ থেকে ‘নো’ বল ডাকবেন থার্ড আম্পায়ার
কলকাতা টাইমসঃ
প্রতিনিয়ত আরো আধুনিক হচ্ছে ক্রিকেট। বদলে যাচ্ছে পুরোনো নিয়ম। আজ শুক্রবার হায়দ্রাবাদে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ। এই দিন থেকেই ফ্রন্ট ফুট নো বলের ক্ষেত্রে মাঠের আম্পায়াররা নন, সিদ্ধান্ত নেবেন তৃতীয় আম্পায়ার। এমনই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নিলো আইসিসি।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানাচ্ছে, ‘পরীক্ষামূলক ভাবে এই নিয়ম চালু হচ্ছে। টিভিতে প্রতিটা বলের উপরে এবার নজর রাখবে তৃতীয় আম্পায়ার। তৃতীয় আম্পায়ারের পরামর্শ ছাড়া মাঠের আম্পায়াররা আর নো বল ডাকতে পারবেন না।’ আইসিসির বক্তব্য, কোনোরকম সন্দেহের অবকাশ থাকলে সেক্ষেত্রে নো বল ডাকা হবে না।
গত আগস্টে সিদ্ধান্ত নেওয়া হয়, নো বল ডাকার ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।