দাবি ছাড়াই সমস্ত বকেয়া কর মিটিয়ে দিলেন পঙ্গু ভিক্ষু !
কলকাতা টাইমসঃ
বর্তমানে পঙ্গু এক ভিক্ষুক। রয়েছে পঙ্গু এক সন্তান। ভিক্ষে করেই দিন গুজরান হয় দুজনের। কিন্তু, চরম এই প্রতিকূল অবস্থাতেও ভোলেননি তার জীবনের পরম শিক্ষা। কাওকে ঠকিও না, ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করো। এই মন্ত্রেই মহিলা বিশ্বাস করে এসেছেন জন্মাবধি। কার্যত করলেনও তাই।
মন্দিরের সামনে ভিক্ষা করে নিজের পেট চালান চালান গুজরাটের ভদোদরার জ্যোত্স্না গান্ধী। এই ভিক্ষের খুচরো পয়সাতেই সম্প্রতি তিনি মিটিয়ে দিলেন মিউনিসিপাল ট্যাক্স।যা হয়তো তার না দিলেও চলতো। ১০, ২০, ৫০ টাকা এবং বেশ কিছু খুচরো পয়সায় মিটিয়ে দেন তার সমস্ত বকেয়া কর। যা দেখে নির্লজ্যের মতন লজ্জা পেতে পারেন বড়োলোকেরাও।