পাকিস্তান ক্রিকেটের করুন হালের কথা স্বীকার করে নিলেন ইনজামাম উল হক
কলকাতা টাইমসঃ
পাকিস্তান ক্রিকেটের করুন হালের কথা কার্যত স্বীকার করে নিলেন ইনজামাম উল হক। তার পরিষ্কার বক্তব্য, তাদের দেশে ঘরোয়া ক্রিকেটের অবস্থা খুব খারাপ। ভালো মানের মাঠ এবং উইকেট নেই। এটাই বড় সমস্যা। দোসর পারিশ্রমিক। তার সাফ জবাব, পাকিস্তান ক্রিকেটের করুন অবস্থার পিছনে আর্থিক অবস্থাই একমাত্র কারণ।
তিনি বলেন, সেদেশে একজন ক্রিকেটার মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বেতন পায়। অন্যদিকে তাকে একটি ব্যাট কিনতে ৬০ হাজার টাকা খরচ করতে হয়। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৪৯৮টি ম্যাচ খেলে মোট ২০,৫৬৯ রান করেছেন ইনজামাম।