টিকটকের মহারানী এই তরুণী
কলকাতা টাইমসঃ
টিকটকে তার ভক্তের সংখ্যা প্রায় দেড় কোটি। সঙ্গে দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ানো ব্রিটিশ এই তরুণীর নাম হোলি হর্ন। বয়স মাত্র ২৩ বছর। এর মধ্যেই মাসে রোজগার করেন কয়েক লক্ষ ডলার। হোলির তৈরী মাত্র ১৫ সেকেন্ডের ভিডিও বর্তমানে তুমুল জনপ্রিয়। তার একটি মাত্র ভিডিও ক্লিপের ভিউয়ার্স ৭ কোটি ৭২ লাখ।
অনেকের কাছেই তার ভিডিও ছেলেমানুষি মনে হতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, হোলি জানেন নির্দিষ্ট দর্শক তার কাছ থেকে ঠিক কী চান। তার দর্শক ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। হোলির মা জোডি হর্ন মনে করেন টিকটক ভিডিও এখন আকর্ষণীয় ক্যারিয়ার। সাফল্যের শিখরে পৌঁছনো এই তরুণী তারকার ঠিকানা ওয়েস্ট সাসেক্সের ফোর রুমের এক বিশাল বাড়িতে।