আন্তর্জাতিক আদালতে কোনঠাসা সু-চি
কলকাতা টাইমসঃ
গাম্বিয়ার করা মামলায় যথেষ্ট কোনঠাসা মায়ানমার। সেদেশে গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে আফ্রিকার এই দেশ। আজ শুনানির প্রথম দিন প্রায় করুন মুখে বসে থাকতে দেখা যায় মায়ানমারের এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্য নেত্রীকে। প্রসঙ্গত, শান্তিতে নোবেল পাওয়া এই নেত্রীর নোবেল পুরস্কার ফেরত নিয়ে নেয় নোবেল কমিটি। রোহিঙ্গা ইস্যুতে তাদের বিরোধিতায় বয়কটের আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।
গাম্বিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন সেদেশের আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু। অন্যদিকে, মিয়ানমারের হয়ে উপস্থিত ছিলেন শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি। এদিন, আদালত কক্ষে গাম্বিয়ার আইনজীবী যখন মিয়ানমারের নৃশংসতার চিত্র তুলে ধরছিলেন তখন নির্বিকার দেখা যায় অং সান সু চিকে।