ট্রাফিক আইন মানাতে শেষে কিনা ‘পুতুল পুলিশ’ !
কলকাতা টাইমসঃ
বেপরোয়া যানবাহনকে শায়েস্তা করতে শেষপর্যন্ত রাস্তায় নামাতে হলো ‘পুতুল পুলিশ’। না কোনো রক্তমাংসের মানুষ, না কোনো যান্ত্রিক রোবট, আক্ষরিক অর্থেই পুতুল দিয়ে যান শাসনের চেষ্টা করছে বেঙ্গালুরু পুলিশ। ভয়াবহ আকার নিয়েছে কর্ণাটকের ব্যাঙ্গালুরুর ট্রাফিক জ্যাম। তাই বেপরোয়া চালকদের ভয় দেখতে এই পুতুল পুলিশ রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করছে তারা।
পুতুল হলেও তার মাথায় রয়েছে পুলিশের টুপি, গায়ে সাদা শার্ট আর পরনে খাকি প্যান্ট। চোখে রয়েছে সানগ্লাস। শহরের ট্রাফিক কর্তাদের ধারণা, তাদের আসল পুলিশ বলে মনে করে ট্রাফিক আইনভাঙা থেকে বিরত থাকবে মানুষ। তবে এই উদ্যোগ অনেকের কাছেই হাস্যকর মনে হয়েছে। ট্রাফিক আইন মণ তো দুরস্ত, উল্টে পুতুল ট্রাফিকের কাছে গাড়ি থামিয়ে চলছে সেল্ফি তোলা।