এবার ভারতে ‘এক দেশ এক আইন’
কলকাতা টাইমসঃ
এবার লক্ষ ‘এক দেশ এক আইন’। দুর্বার গতিতে এগিয়ে চলেছে নরেন্দ্র মোদির দ্বিতীয় ইনিংস। লোকসভা এবং রাজ্যসভায় একের পর এক বিল পাশ করিয়ে চলেছে সংখ্যাগরিষ্ঠ বিজেপি সরকার। এবার লক্ষ ‘অভিন্ন দেওয়ানি বিধি’ সংক্রান্ত বিল। স্বাধীনতার পরবর্তী ভারতে চালু রয়েছে বিভিন্ন দেওয়ানি আইন। জাতি ধর্ম বিচার করার পর লাগা হয় সেই আইন কানুন।
এই চিরাচরিত রীতি ভেঙে গোটা দেশকে একটি মাত্র আইনের মাধ্যমে বাঁধতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষে এতটাই আট ঘাট বেঁধে তারা এগোতে চাইছে যাতে, আগামী দিনে এই বিষয়ে বিরোধী শিবিরেরও সমর্থন আদায় করা যায়। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর নাগরিকত্ব বিল পাশ হয়ে যাওয়ার পর আগামী অধিবেশনেই এই সংক্রান্ত বিল পাশ করিয়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার।