শিলংয়ে কারফিউ
কলকাতা টাইমসঃ
আসামের আঁচ এবার গিয়ে পড়লো মেঘালয়ে। নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বিক্ষোভ সামাল দিতে শিলংয়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। আগামী দু’দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা। গতকাল বৃহস্পতিবার মেঘালয় সরকার এই নির্দেশ দিয়েছে।
জানা যাচ্ছে, শিলংয়ে অন্তত দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র শিলং ম্যাল সম্পূর্ণ বন্ধ। গতকাল রাতে শহরে বিশাল মিছিল বেরকরে বিক্ষোভকারীরা। উইলিয়ামনগরে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা হেলিকপ্টার থেকে নামতেই তার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীরা ‘কনরাড ফিরে যাও’ বলে স্লোগানদিতে থাকে।
টুইটবার্তায় মেঘালয় পুলিশ জনগণকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে। একইসঙ্গে শিলংয়ের কিছু এলাকায় কারফিউ জারি ও এসএমএস সেবা বন্ধের বিষয়টি জানানো হয়েছে।